নারীরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘন্টা করে সময় ব্যয় করেন শুধুমাত্র রান্নার জ্বালানি সংগ্রহ, প্রস্তুত ও প্রচলিত পদ্ধতিতে রান্না করার কাজে। অর্ধেকেরও বেশি নারী এই ব্যবস্থা থেকে বের হয়ে আসতে চাইলেও পারছেন না দারিদ্র্যও বিকল্প জ্বালানি সুলভ না হওয়ার কারণে। নবায়নযোগ্য ও টেকসই বিদ্যুৎ ব্যবহার করে জীবন ও জীবিকার ইতিবাচক পরিবর্তন আনতে প্রান্তিক মানুষ এখনও পিছিয়ে রয়েছে।

বুধবার ২০তম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন এবং গ্রিণ এক্সপো ২০২০ এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিকাল অ্যাকশন তাদের বৈশ্বিক প্রকাশনা ’পুওর পিপলস্ এনার্জি আউটলুক’-এর ২০১৯ সালের প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

এতে পরিকল্পনা, অর্থ এবং সরবরাহের মধ্যে সংযোগ দেখানোর পাশাপাশি গ্রাম থেকে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানির সুষম ও সর্বজনীন ব্যবহারের উপর জোর দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেববে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এই সম্মেলনের সভাপতিত্ব করেন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মূখ্য সমন্বয়ক বিষয়ক জুয়েনা আজিজ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ(স্রেডি)-এর চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড(ইডকল)-এর নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক এবং ঢাকাবিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জির পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক।