রাজধানীর পোস্তগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তারা হলেন- জাকির ও আক্কাস। তাদের  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত-আহত সবাই পশ্চিম ধোলাইপার এলাকার বাসিন্দা। তারা একসঙ্গে মোটরসাইকেলে বেড়াতে বের হয়েছিলেন। আনুমানিক রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর তারা দুর্ঘটনার কবলে পড়েন। কীভাবে দুর্ঘটনাটি ঘটে তা বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। 

তিনি জানান, হাসপাতালে আনার পর রাত সাড়ে ১০টার দিকে শাকিল মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন। তারা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।