বরুণ দাস আর নেই। তিনি ২৫ জুন বেলা ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত‍্যুবরণ করেন। তিনি মা বাবা ভাইবোন স্ত্রী দুই শিশুপুত্র সহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী বরুণ দাস বাংলাদেশ বেতার থেকে প্রচারিত 'মহানগর' অনুষ্ঠানসহ গ্রন্থনা করেছেন বহু অনুষ্ঠান। তিনি অনেক সাপ্তাহিক পত্রিকায় একসময় নিয়মিত লিখতেন বিষয়ভিত্তিক প্রতিবেদন। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছিলেন‌।

বরুণ দাস বাংলাদেশ ফিল্ম আর্কাইভে গবেষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিখ্যাত বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশন এবং বাংলা কমিউনিকেশন্স-এর পান্ডুলিপি লেখক হিসেবে তার ভূমিকাও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। সংবাদ বিজ্ঞপ্তি