নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনাভাইরাসের পরিস্থিতিতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। এই ব্যর্থতার কারণে বিএনপিকে মানুষ আগামীদিনে আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে। 

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধনকালে নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, করোনা মহামারিতে পৃথিবীর অনেক উন্নত দেশ, যে দেশগুলো স্বাস্থ্যসেবায় সারাবিশ্বে নেতৃত্ব দেয়- তাদেরও অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায়। অথচ এদেশের স্বাস্থ্য ক্ষেত্রের সক্ষমতার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার সাহসিকতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে।

তিনি বলেন, করোনাকে নিয়ে রাজনীতি নয়। আজ এ নিয়ে যেসব রাজনৈতিক দল সমালোচনা করছে, বিশেষ করে বিএনপি- তাদের আমরা ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে দেখেছি। দুই লাখ মানুষ অসহায়ভাবে মৃত্যুবরণ করেছে। কোনো সহযোগিতা সরকারিভাবে দেওয়া হয়নি। পশু-প্রাণি আর মানুষ একসঙ্গে দাফন করা হয়েছে। একইভাবে গণকবর দেওয়া হয়েছে। অথচ বর্তমানে এদেশে সেরকম অবস্থার ধারে-কাছেও নেই।

করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে গণমাধ্যমে কর্মীদের ছাঁটাই বন্ধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, অনেক বিত্তবান যারা অনেক বড় বড় গণমাধ্যম পরিচালনা করেন তারা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় অনুদান হিসেবে দিচ্ছেন। কিন্তু সেই জায়গা থেকেও গণমাধ্যম কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে এই সমস্যা সমাধান করতে হবে। 

ডিইউজে এর সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বাদল মাদবর প্রমুখ বক্তব্য রাখেন।