- রাজধানী
- ইতালি ফিরলেন আরও ২৮১ বাংলাদেশি
ইতালি ফিরলেন আরও ২৮১ বাংলাদেশি

ফাইল ছবি
ঢাকা থেকে ২৮১ জন প্রবাসী বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরেছেন। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে যাত্রীদের বহনকারী বিমানের এ ফ্লাইট ইতালির রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সমকালকে এ তথ্য জানান। এর আগে দুই দফায় অন্তত ৫০০ প্রবাসী বাংলাদেশি ঢাকা থেকে বিমানের চার্টার্ড ফ্লাইটে ইতালি ফিরে গেছেন বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রয়ারি মাস থেকে ইতালি প্রবাসীরা বাংলাদেশে আসা শুরু করেন। বর্তমান ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ থেকে তারা এখন ফিরে যাচ্ছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি জুন মাসে বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গেছে। এর মধ্যে ২৩ জুন ২৬৯ জন ও ১৭ জুন ২৫৯ ইতালি প্রবাসী যাত্রী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন। এ নিয়ে জুন মাসে বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরেছেন বলে সংশ্লিষ্ট বিমান কর্মকর্তারা জানান।
মন্তব্য করুন