রাজধানীর বিমানবন্দর সড়কে বৃহস্পতিবার মালটানা লড়িট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারচালক বায়িং হাউজ কর্মকর্তা ফয়সাল কবির নিহত হয়েছেন। এ ঘটনায় লড়ির হেলপার ফরিদুল ইসলামকে আটক করা হয়েছে। তবে লড়ির চালক রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। 

পুলিশ জানায়, ভোর ৪টায় বিমানবন্দর সড়কের পদ্মাওয়েল গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। ঘটনাস্থলে নিহত ব্যক্তির পকেট থেকে উদ্ধার করা ৪৩ হাজার ৪৯০ টাকা তার স্ত্রী জাহানারার হেফাজতে দেওয়া হয়েছে।   

বিমানবন্দর থানার এসআই আবু সাঈদ জানান, ভোর চারটায় বিমানবন্দর সড়কের পদ্মাওয়েল গেটে ঢাকা মেট্রো ঢ-৬৪-০১০৯ একটি লড়িট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা মেট্রো গ ৩৯-৭৯৯৪ একটি প্রাইভেটকার চালক। এসময় প্রাইভেটকারটি দুমড়ে- মুচড়ে গেলে গুরুতর আহত হন প্রাইভেটকার চালক বায়িং হাউজ কর্মকর্তা ফয়সাল কবির। তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকা থেকে উত্তরার দিকে যাচ্ছিলেন। 

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহত ফয়সাল কবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে লড়িট্রাকের হেলপার ফরিদুলকে আটক করা হয়। এসময় লড়ির চালক রফিকুল পালিয়ে যায়। নিহত ফয়সাল কবির উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় স্বপরিবারে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পাবনা সদর থানায়।