- রাজধানী
- ফকিরাপুলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
ফকিরাপুলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রতীকী ছবি
রাজধানীর ফকিরাপুলের পেপসি গলিতে বানু আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বামী আজাদ। এ সময় তিনি দাবি করেন, তার স্ত্রী বিষপান করেছেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আজাদকে আটক করে পুলিশ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পেশায় ভ্যানচালক আজাদের দ্বিতীয় স্ত্রী বানু। তার প্রথম স্ত্রী শেরপুরে থাকেন। আর বানুকে নিয়ে আজাদ থাকতেন পেপসি গলি এলাকায়। সেখানে বৃহস্পতিবার রাতে কেন তার স্ত্রী বিষপান করেন সে প্রশ্নের সদুত্তর মেলেনি। এ কারণে তাকে আটকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
মতিঝিল থানা পুলিশ জানায়, আজাদকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন