- রাজধানী
- বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ট্রাকশ্রমিক নিহত
বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ট্রাকশ্রমিক নিহত

প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডার ইউলুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ইউনুস হাওলাদার (৫০)। তিনি ট্রাকশ্রমিক ছিলেন।
শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাড্ডা থানা পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ইউলুপের নিচে ট্রাক থেকে মালপত্র নামাচ্ছিলেন ইউনুস। তখন দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে বা কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় তা জানা যায়নি। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
নিহতের ভায়রা জসিম উদ্দিন জানান, ডেমরার সারুলিয়ায় থাকতেন ইউনুস। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরআলকি এলাকায়। তার বাবার নাম ওয়ালীউল্লাহ।
মন্তব্য করুন