বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ রাজারবাগের পুলিশ কেন্দ্রীয় মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শনিবার সকাল আটটায় তিনি এই নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসী ও বাংলাদেশের জনগণকে রক্ষা করা এবং বন্যা দুর্গত মানুষের দুর্দশা লাঘবের জন্য মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

সামাজিক সুরক্ষা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ ঈদ জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশে কর্মরত অন্যান্য সদস্যসহ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আইজিপি নামাজ শেষে পুলিশ কর্মকর্তা ও অন্যান্য মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।