- রাজধানী
- সেগুনবাগিচায় ছাপাখানার গুদামে আগুন
সেগুনবাগিচায় ছাপাখানার গুদামে আগুন

ফাইল ছবি
রাজধানীর সেগুনবাগিচায় একটি ছাপাখানার গুদামে আগুন লেগে সেখানে রাখা কাগজ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়। এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস ও পুলিশ নিশ্চিত করেছে।
সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের সামনে ‘বাইন্ডিং পয়েন্টস’ নামে ছাপাখানার গুদামটি অবস্থিত।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বেলা আড়াইটার দিকে তিন তলা ভবনের নিচতলায় ওই ছাপাখানারর গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা তিনটার মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
অবশ্য শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আগুনে গুদামে রক্ষিত সব কাগজই পুড়ে গেছে।
মন্তব্য করুন