অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইউনাইটেড কমিউনিস্ট লীগ। নেতারা বলেছেন, রাষ্ট্রীয় বাহিনী জনগণের নিরাপত্তা না দিয়ে উল্টো ক্রসফায়ার, গুম ও নির্যাতনের মাধ্যেমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরই সর্বশেষ নজির অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড। এ ঘটনার প্রকৃত চিত্র যখন সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, তখন এটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নানা নাটকীয়তা যোগ করা হচ্ছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনাইটেড কমিউনিস্ট লীগের বিক্ষোভ সমাবেশে নেতারা আরও বলেন, বর্তমান ভোটারবিহীন আওয়ামী সরকার মানুষকে ভয় দেখিয়ে ফ্যাসিবাদী শাসন চালাচ্ছে। গত ১০ বছরে প্রায় ২ হাজার ২৫০ জন মানুষকে রাষ্ট্রীয় বাহিনী হত্যা করেছে। সবগুলো ঘটনা আড়াল করেছে সরকার। বিচার পায়নি নিহতের পরিবার। আইনের শাসনকে বৃদ্ধাঙ্গৃলী দেখিয়েছে সরকার। সরকারের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনী এই মানবতাবিরোধী বেআইনি কাজ চালাচ্ছে।
নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যেমে সংবাদপত্রের মুখ বন্ধ করার আয়োজন চলছে। তাদের অপকর্মের কথা কেউ বললেই সরকার এই আইনে সংবাদিকসহ অনেককেই জেলে পুড়ছে, মামলা দিচ্ছে।
রাষ্ট্রীয় সন্ত্রাস, খুন, গুম ও ক্রসফায়ার বন্ধ, মেজর (অব.) সিনহাসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এবং স্বাস্থ্যখাতসহ সব খাতের দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক বিচার ও সম্পদ বাজেয়াপ্তকরার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। দলের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, দিলীপ রায়, শামীম ইমাম, অধ্যাপক ডা. হারুন অর রশিদ প্রমুখ।