রাজধানীর গুলশানে বাসা থেকে আতুরী মারমা (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
গুলশান থানার এসআই সাদেক মিয়া জানান, গুলশান-১ নম্বর সেকশনের ১৪০ নম্বর সড়কের এক নম্বর বাসার তৃতীয় তলায় গৃহকর্মী হিসেবে কাজ করত আতুরী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সেখান থেকেই তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা পাঠানো নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডা ও মনোমালিণ্যের জের ধরে সে আত্মহত্যা করে। এছাড়া অন্য কোনো কারণ আছে কি না তা তদন্তে বেরিয়ে আসবে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
পুলিশ জানায়, আতুরী মারমার বাড়ি খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি গ্রামে।