করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় চালক, হেলপার ও পথচারীসহ নয়জনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাজধানীর শান্তিনগর এলাকায় এ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপি সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামানের নেতৃত্বে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চলে অভিযান। এ সময় মাস্ক ব্যাবহার না করার অপরাধে যানবাহনের চালক-হেলপারসহ অন্যদের জরিমানা করা হয়। সংশ্নিষ্টদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রাখার পর শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে গণপরিবহনে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এক আসন ফাঁকা রেখে যাত্রী বহনের কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এ নিয়ে বুধবার সমকালে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।