আধুনিক বরিশালের রূপকার, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে সরকারি বরিশাল কলেজের নামকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চিকিৎসক অধ্যাপক ডা. হারুন অর রশিদ, নাট্যকর ও অভিনেতা অনন্ত হিরা, নারী নেত্রী মনীষা মজুমদার, সাপ্তাহিক নতুন বাংলা সম্পাদক পরিতোষ দেবনাথ, চিত্রশিল্পী আমিনুল হাসান লিটু, ছাত্র ইউনিয়ন নেতা অনুপ কুন্ডু, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব প্রোগাম আরিফ রেহমান প্রমুখ। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা শংকর আচার্য্য।

বক্তারা বলেন, মহাত্মা অশ্বিনী দত্তের বসতভিটায় প্রতিষ্ঠিত সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী দত্তের নামে নামকরণের দাবি দীর্ঘদিনের। এ দাবি বাস্তবায়নে সরকারের উদ্যোগ প্রসংশনীয়। বক্তারা অবিলম্বে সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী দত্তের নামে নামকরণের সরকারি উদ্যোগ বাস্তবায়নের দাবি জানান।