রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জামসহ নুরুল আমিন শাহিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার র‌্যাব-৩ এর একটি দল এই অভিযান চালায়।
র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে এনএস রোডের বি ব্লকের ৩২/১ নম্বর বাড়ির সপ্তম তলার ফ্লাটে ওই অভিযান চালানো হয়। সেখান থেকে নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৬৪ টি এ্যান্টেনা, ৫১২ পোর্ট বিশিষ্ট সিমবক্স, ২৫৬ পোর্ট বিশিষ্ট সিমবক্স, রাউটার, মডেম, পেনড্রাইভ, সিম বেইসড পাওয়ার স্টিপ এবং বিভিন্ন মোবাইল কোম্পানির বিপুল পরিমান সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (অপারেশন) ফারজানা হক জানিয়েছেন, গ্রেপ্তার নুরুল আমিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিলেন। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারায়। আসামি ম্যাজিস্ট্রেটের সামনে নিজের দোষ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।