- রাজধানী
- ৫ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২
৫ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২

প্রায় পাঁচ কোটি টাকার জাল স্ট্যাম্প, ডলার, কোর্ট ফি ও নগদ টাকাসহ দু'জনকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। তারা হলো- আলফাজ উদ্দিন ও মাসুদ। গত দু'দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে চার কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৯২০ টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এসএম শামীম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আলফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় তিন লাখ ৪০ হাজার টাকার জাল স্ট্যাম্প। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার চক্রের মূল হোতা মাসুদকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় বাকি জাল স্ট্যাম্প, কোর্ট ফি, ডলার ও টাকা। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন