- রাজধানী
- চীনে মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ
চীনে মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ
চীনের সংখ্যালঘু মুসলিমদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সচিত্র প্রদর্শনী করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে চীনের উইঘুর মুসলিম গণহত্যা দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করতে হবে। সংখ্যালঘু উইঘুরদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে চীনের উইঘুর মুসলিম গণহত্যার বিচার করতে হবে। এসব দাবি মানা না হলে শিগগিরই চীন দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি কামরুজ্জামান রাজু, আইন সম্পাদক এইউজেড প্রিন্স প্রমুখ।
মন্তব্য করুন