- রাজধানী
- চুরি করতে বহুতল ভবনে, পড়ে গিয়ে গেল প্রাণ
চুরি করতে বহুতল ভবনে, পড়ে গিয়ে গেল প্রাণ

প্রতীকী ছবি
রাজধানীর শাহজাহানপুর এলাকায় বহুতল ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরের এ ঘটনায় মারা যাওয়া আনুমানিক ৪০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, চুরি করতে গিয়ে তিনি ভবন থেকে পড়ে যান।
শাহজাহানপুর থানা পুলিশ জানায়, উত্তর শাহজাহানপুরের ৩৫৯/৩৫৭ নম্বর ভবনের পাশ দিয়ে ছয়তলা ভবনের চতুর্থ তলায় ওঠেন ওই ব্যক্তি। এরপর জানালা দিয়ে চুরি করার সময় লোকজন তা দেখে ফেলে।
পুলিশ আরও জানায়, এ সময় সবাই চিৎকার শুরু করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে নিচে পড়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মন্তব্য করুন