রাজধানীর ওয়ারীতে মুন্না (১৭) এক কিশোরকে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্ত। রোববার বিকেলে ওয়ারীর মেথরপট্টির পাশে এ ঘটনায় আহত হয় ওই কিশোরের চাচাত ভাই শাহিন।

নিহত মুন্না বাবার নাম মনিরুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। খবর ইউএনবির

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রোববার বিকেলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় মুন্না ও তার চাচাতো ভাই শাহিনকে থামতে বলে কয়েকজন দুর্বৃত্ত। পরে তাদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

তিনি জানান, হামলায় গুরুতর আহত মুন্না হাসপাতালে আনার পথেই মারা যায়। শাহিনের আঘাতও গুরুতর। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।