উত্তরায় সাঈদ গ্রাউন্ড সেন্টারে আগুন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ২০:৪৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ২১:৪৯
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঈদ গ্রাউন্ড সেন্টারে আগুন লেগেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ৮টি আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ১টা ২৬ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ২৪টি ইউনিট সেখানে কাজ করছে।
তবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তিনি আরও জানান, ভবনের আট তলায় আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি। তবে আমাদের ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে।