হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক কোটি টাকার কোকেনসহ ৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তারা তাদের আটকের পর বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সোপর্দ করে। 

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি রপ্তানি পণ্যের চালান থেকে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ কোকেনের পরিমান এখন জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা বলেছেন, প্রায় ১৫ কেজি ওজনের কোকেনের চালান (এমফিটামিন মাদক) জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। এ ঘটনায় বুধবার রাত ১১টা পর্যন্ত বিমানবন্দর থানায় মামলা হয়নি বলে পুলিশ জানায়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এই চএম তৌহিদুল আহসান বলেন, 'মঙ্গলবার রাত ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হংকংগামী ফ্লাইটের সময় এ কোকেট জব্দ করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়।'

সূত্র জানায়, বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা কার্গো ভিলেজে তল্লাশি করে এ মাদকের চালান জব্দ করেন। পরে বিষয়টি মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হয়। 

এ ব্যাপারে বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) নুর মোহাম্মাদ সমকালকে বলেন, 'খবরটি শুনেছি। তবে রাত ১১টা পর্যন্ত বিমানবন্দর থানায় কোনো মামলা হয়নি।'

বিষয় : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোকেন জব্দ

মন্তব্য করুন