- রাজধানী
- তুরাগে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
তুরাগে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার ভোরের এ ঘটনায় নিহত আবদুল হালিম (৩০) ট্রাকটির চালক ছিলেন। দুর্ঘটনার পর বাস চালককে পাওয়া যায়নি। তিনি পালিয়ে যান বলে পুলিশের ধারণা।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কামারপাড়ায় ভোর ৪টার দিকে আকাশ পরিবহনের বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ট্রাকচালক আবদুল হালিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পায়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুই-তিনজন কিছুটা আহত হওয়ার কথা শোনা গেলেও তাদের নাম জানা যায়নি।
তুরাগ থানার এসআই ওয়াজিউর রহমান জানান, নিহত আবদুল হালিম উত্তরার পূর্ব আজমপুর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়।
মন্তব্য করুন