ঢাকার ডেমরার বামৈল এলাকায় ডিএনডি খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার নিখোঁজ হওয়া ওই কিশোরীর মৃতদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধারে করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মারা যাওয়া আকাশী (১৩) মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান জানান, চার শিশুর সঙ্গে বুধবার দুপুরে গোসল করতে নামে আকাশী। অন্য দুইজন উঠতে পারলেও সে উঠতে পারেনি।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সন্ধ্যা ৭টা থেকে ওই কিশোরীকে খুঁজতে শুরু করেন; সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

হাফিজুর রহমান বলেন, ডুবে মারা যাওয়া শিশুটি মানসিক প্রতিবন্ধী। তার মা গৃহকর্মীর কাজ করেন। বাবাও শ্রমজীবী।

ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান বুধবার  জানিয়েছিলেন, বিকেল ৩টার দিকে তার ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানানো হয়।

আকাশীর সঙ্গে খালে নামা চার শিশু ও স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের জানায়, গোসল করতে নেমে দীর্ঘসময় তারা পানিতে খেলা করে এবং সাঁতার কাটে। এর এক পর্যায়ে হঠাৎ শিশুটি ডুবে যায়।