- রাজধানী
- ঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সদস্য গ্রেফতার
ঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর একজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট (এটিইউ) এর বিশেষ দল।
গ্রেফতারকৃতের নাম কিরন হোসেন (২৭)। তার বাড়ি লক্ষ্মীপুরে।
বুধবার রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিরন হোসেন ফেসবুকে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল। জঙ্গি মতবাদ, অস্ত্র চালনা প্রশিক্ষণ ও বিভিন্ন জিহাদি কার্যক্রমের মাধ্যমে আনসার আল ইসলামের কার্যক্রম পরিচালনা করতো কিরন।
মন্তব্য করুন