‘নো মাস্ক নো সেল’ স্লোগান নিয়ে রাজধানী ঢাকায় জনসচেতনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ১৫তম ব্যাচের রাজনৈতিক ফেলোবৃন্দ। সেই সঙ্গে বৃহস্পতিবার জুম প্ল্যাটফর্মে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সম্পাদক খাদিমুল বাশার জয়। এতে উপস্থিত ছিলেন- ডিআইএর সদস্য তাছলিমা আক্তার, সালমা সুলতানা সোমা, সাইফ মাহমুদ জুয়েল, মানসুরা আলম, মারুফ ইসলাম তালুকদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত পর্যায়েও নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, করোনা সংকট মোকাবিলায় আমাদের সবার নিজস্ব দায়বদ্ধতা থেকেই সচেতন হতে হবে। করোনাভাইরাস মোকাবিলায় সর্বজনীনভাবে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। সরকার ইতোমধ্যে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এ ঘোষণা বাস্তবায়নে সহযোগিতা ও সংকট উত্তরণে ডিআইএর রাজনৈতিক ফেলোবৃন্দ ইতোমধ্যে ঢাকায় জনসচেতনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে ডিএনসিসি মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান তারা।

বিষয় : নো মাস্ক নো সেল

মন্তব্য করুন