- রাজধানী
- কুকুর অপসারণ নিয়ে উদ্বেগ ১৫ বিশিষ্ট শিল্পীর
কুকুর অপসারণ নিয়ে উদ্বেগ ১৫ বিশিষ্ট শিল্পীর
ফাইল ছবি
রাজধানীতে কুকুর অপসারণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ১৫ বিশিষ্ট শিল্পী। অপসারণকালে কুকুরের শরীরে মাত্রাতিরিক্ত সিডেটিভ প্রয়োগকে তারা 'নিষ্ঠুর প্রক্রিয়া' বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশিষ্ট এই নাগরিকরা অমানবিক এ কাজ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ডা. সারওয়ার আলী, আলী যাকের, অধ্যাপক আবদুস সেলিম, মামুনুর রশীদ, অধ্যাপক শফি আহমেদ, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মান্নান হীরা, শিমূল ইউসুফ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ ও মাসুম রেজা।
বিবৃতিতে তারা বলেন, 'আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তে ঢাকা দক্ষিণ থেকে নিষ্ঠুরভাবে কুকুর অপসারিত হচ্ছে। অপসারণকালে মাত্রাতিরিক্ত সিডেটিভ শরীরে ঢুকিয়ে অর্ধমৃত কুকুরগুলোকে মাতুয়ালে বর্জ্য নিক্ষেপস্থলে ফেলে দিয়ে আসছে। এতে বিপুল সংখ্যক কুকুরের মৃত্যু হচ্ছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।'
তারা আরও বলেন, 'মানব সভ্যতার উষালগ্ন থেকে কুকুরই মানুষের বিশ্বস্ত সঙ্গী। গুহামানব থেকে মহাকাশ জয়ের অভিযানে কুকুরই সাহসী বন্ধু। গ্রাম এবং শহর সব জনপদে কুকুর মানুষের নিরাপত্তা বিধান করে। মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে জনপদ পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য করে রাখে। বাড়িঘর, দোকানপাট চুরি-রাহাজানি থেকে রক্ষা করে। প্রকৃতির যে জীবনচক্র আমাদের ছোট্ট এই পৃথিবীর পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করছে, কুকুর সেই জীবনচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী। তাই কুকুর নিধন নয়, কুকুর প্রতিপালনই আমাদের দায়িত্ব।'
বিশিষ্ট এই নাগরিকরা বলেন, 'নগর কর্তৃপক্ষ অবশ্যই নগরে কুকুর ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বন্ধ্যত্বকরণ ও ভ্যাকসিন প্রয়োগ করে তাদের দায়িত্ব পালন করবে। চলমান নিধন প্রক্রিয়ার মতো অমানবিক কর্মকাণ্ড সিটি করপোরেশনের দায়িত্ব হতে পারে না। আমরা অনতি বিলম্বে এ অমানবিক কাজ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি।'
মন্তব্য করুন