জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী, নতুন বাজারসহ কয়েকটি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। খবর ইউএনবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান-১, গুলশান-২, বনানী, নতুন বাজার এবং বারিধারাসংলগ্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।