- রাজধানী
- ১৫০০ দখলবাজের বিরুদ্ধে বিমানবন্দর থানায় জিডি
দেশি অস্ত্র নিয়ে নিরস্ত্র আনসারকে জিম্মি
১৫০০ দখলবাজের বিরুদ্ধে বিমানবন্দর থানায় জিডি

ফাইল ছবি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আবারও দেশি অস্ত্র নিয়ে নিরস্ত্র আনসার সদস্যকে জিম্মি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জমি দখলের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিমানবন্দর হাজী ক্যাম্প সড়কের পাশে থাকা বেবিচকের ইনস্টিটিউটের জন্য নির্ধারিত জমিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় এক হাজার ৫০০ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার কবির হোসেন নামে বেবিচকের এক কর্মী এ জিডি করেন।
থানার ডিউটি অফিসার এসআই আসাদুজ্জামান খান জানান, বৃহস্পতিবার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বেবিচক কর্তৃপক্ষ। হাজী ক্যাম্প সড়কের পাশে থাকা বেবিচকের ইনস্টিটিউটের জন্য নির্ধারিত জমিতে এ অভিযান চালানো হয়। দখলবাজরা যাতে ফের বেবিচকের এ জমি দখল করতে না পারে সেজন্য সেখানে বাউন্ডারি নির্মাণ কাজ চলছিল। পাহারাদার হিসেবে সেখানে একদল আনসার সদস্যকে নিয়োগ করে বেবিচক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বেবিচকের পরিচালক (প্রশাসন) নুরুল ইসলাম সমকালকে বলেন, প্রায় এক হাজার ৫০০ স্থানীয় দখলবাজ ফের বেবিচকের জমি দখল করার জন্য রাতে আনসার সদস্যকে জিম্মি করে। এ সময় তারা নির্মাণধীন বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়। এ ঘটনায় দখলবাজ চক্রটির বিরুদ্ধে বিমানবন্দর থানায় জিডি করা হয়। বেবিচকের সম্পত্তি শাখার ড্রাফটম্যান কবির হোসেন এ জিডি করেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, দখলবাজরা যত বড় শক্তিশালী হোক না কেন, ছাড় পাবে না।
মন্তব্য করুন