রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার রাতে চকবাজারের খাজে দেওয়ান প্রথম লেনে এ ঘটনা ঘটে। একই সময়ে ছুরিকাহত হয়েছেন সেলিম রেজা নামের অপর একজন যুবক।

নিহত ইলিয়াস হোসেন (২৫) প্লাস্টিক সামগ্রী তৈরির স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন। সেলিম রেজা নির্মাণ শ্রমিকের কাজ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, খাজে দেওয়ান লেনের কারখানায় কাজ করছিলেন ইলিয়াস। এক দুর্বৃত্ত তখন সেখানে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। ওই সময়ে সেখানে থাকা সেলিম রেজাও আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টার দিকে চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালেই সেলিম রেজা চিকিৎসাধীন।

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার জানান, কে কী কারণে ওই দুইজনকে ছুরিকাঘাত করেছে তা তদন্ত করা হচ্ছে। জড়িতকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।