ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ (জেপিজিএসপিএইচ) প্রতিবন্ধী ব্যক্তির স্বাস্থ্যসেবা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মঙ্গলবার পলিসি ডায়ালগ কর্মশালার আয়োজন করে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন পলা শিন্ডিলার। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এর ডিন অধ্যাপক ড. সাবিনা ফয়েজ রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেপিজিএসপিএইচ এর সহযোগী অধ্যপক ড. মো. তানভীর হাসান, রাজশাহী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রিজওয়ানুল করিম শামীম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ন পরিচালক ডা. নুরুন্নাহার বেগম, পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক শফিক-উল-ইসলাম, নেদারল্যান্ডস দূতাবাস এর এসআরএইচআর ও জেন্ডার এর জ্যেষ্ঠ্য নীতি উপদেষ্ঠা মুশফিকা জামান সাত্তার প্রমুখ।

ব্র্যাক জেপিজিএসপিএইচ এর সহকারী সমন্বয়ক ডা. আদ্রিতা কায়সার সংলাপে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে জেপিজিএসপিএইচ এর স্বাস্থ্য সেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিচালিত সমীক্ষা তুলে ধরেন। সমীক্ষাটির অর্থায়ন করে নেদারল্যান্ডসের রয়েল দূতাবাস। সমাপনী বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক জেপিজিএসপিএইচ এর ট্রাস্টি ড. মুশতাক রেজা চৌধুরী।