ঘেরে ভাসছিল এমপির অফিস সহায়কের লাশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৫:২২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৫:২২
মঙ্গলবার রাতে মিরপুর বেড়িবাঁধের পাশে একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সোমবার থেকে নিখোঁজ ছিলেন শাকিল।
বুধবার রূপনগর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে বন্ধুদের সঙ্গে শাকিল আহমেদ ওই এলাকায় পিকনিকে যান। সেখানে মদ্যপানের পর গোসল করতে নেমে নিখোঁজ হন শাকিল। জিজ্ঞাসাবাদে শাকিলের বন্ধুরা জানিয়েছেন, রাতে তাঁরা একসঙ্গে সাঁতার কাটতে নেমেছিলেন। সাঁতার থেকে উঠে শাকিলকে আর খুঁজে পাননি। কিন্তু তাঁরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি।
তিনি আরও জানান, এ ঘটনায় শাকিল আহমেদের বাবা মো. শাহবুদ্দিন রূপপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। এটা পরিকল্পিত হত্যা নাকি দুর্ঘটনা তা নিয়ে তদন্ত চলছে।
এ ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের বাবা শাহবুদ্দিন মিয়া বলেন, ‘সোমবার সন্ধ্যায় এমপির কর্মচারী শাহজাহান, শরিফ, দিদার, রাসেল, হাসান ও ফারুকসহ ১০–১২ জন মিলে শাকিল পিকনিক করতে যায়। রাতে গোসল করতে নেমে আমার ছেলে নিখোঁজ হয় বলে জানিয়েছে তারা। পরে শাকিল বাসায় আসেনি জানতে পেরে তুরাগ থানায় খোঁজ করি। তারা এ নামে কেউ আসেনি বলে জানায়। রূপনগর থানায় আসলে বলে, এটা তাদের এলাকা না। পল্লবী থানাও একই কথা বলে। পরে রাতে দুই থানার পুলিশ নিয়ে পিকনিকস্থনে ট্রলার দিয়ে খোঁজা শুরু করি। রাত ১টার দিকে শাকিলের লাশ মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেটা রূপনগর থানা এলাকায় পড়েছে।’
শাহবুদ্দিন মিয়া জানান, তাঁর তিন বছরের আরেকটি ছেলে রয়েছে। তাঁরা পরিবারসহ মিরপুর ১২ নম্বর মোল্লার বস্তি এলাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী গলাচাপায়।
তিনি আরও জানান, এমপি ইলিয়াস মোল্লা বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি এসে আমার ছেলে হত্যার বিচার করবেন। শাকিলকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- মরদেহ উদ্ধার
- এমপি
- সংসদ সদস্য