- রাজধানী
- ‘যুব প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইন সম্মেলন’ এর রেজিষ্ট্রেশন চলছে
‘যুব প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইন সম্মেলন’ এর রেজিষ্ট্রেশন চলছে

‘সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিও পারে ঘুরে দাঁড়াতে’ এই শ্লোগানকে সামনে নিয়ে ডিজএবলড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এই প্রথমবারের মত বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছে ‘যুব প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইন সম্মেলন ২০২০’।
আগামী ১০ ও ১১ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ৩ নভেম্বর, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
১৪ থেকে ২৫ বছরের যুব প্রতিবন্ধী উদ্যোক্তা ও উদ্যোগ গ্রহণে আগ্রহী যুব প্রতিবন্ধী ব্যক্তি এই সম্মেলনে অংশগ্রহণ করে সুযোগ নিতে পারেন নিজের উদ্যোগকে এগিয়ে নিতে এবং তার স্বপ্ন পূরণ্ করতে। রেজিষ্ট্রেশনের লিংক www.drra-bd.org/drra। প্রাথমিকভাবে নির্বাচিত সেরা ২৫জন যুব প্রতিবন্ধী ব্যক্তিকে এই সম্মেলনের মাধ্যমে পুরস্কৃত করা হবে এবং অন্যদেরকে এগিয়ে নেবার প্রস্তুতি চলবে।
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। অনেকেই কর্মসংস্থান হারিয়েছে, কেউবা আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছেন। এমন বাস্তবতায় এই সম্মেলনের উদ্দেশ্য হলো করোনা পরবর্তী পরিস্থিতিতে যুব প্রতিবন্ধী উদ্যোক্তা, উদ্যোগে আগ্রহী যুব প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বিধানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি যুব প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও জীবিকায়নের জন্য কাজ করছে এমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অভিজ্ঞতা ও মতবিনিময়য়ের মাধ্যমে সম্মিলিত দায়বদ্ধতা ও ভবিষ্যতে সম্ভাব্য করণীয় কার্জক্রমের মধ্যে একটা যোগসূত্র তৈরি করা।
ডিআরআরএ আয়োজিত এই সম্মেলন বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে আছে লিলিয়ানা ফনস, মুসলিম এইড ইউকে, বাংলাদেশসহ অন্যান্য প্রতিষ্ঠান।
উল্লেখ্য, ডিআরআরএ দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ বিনির্মাণ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘যুব প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইন সম্মেলন ২০২০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন