মেয়ের জন্য জুতা কিনতে বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর শনির আখড়ায় যাচ্ছিলেন মরিয়ম বেগম (৪৮)। পথে যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাস্তা পার হচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে জান্নাত আক্তার। হঠাৎ বেপরোয়া গতির একটি বাস এসে মরিয়মকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে তিনি মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দায়ী মেঘালয় পরিবহনের বাসটি জব্দ এবং এর চালক মোস্তফা মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মৃতের স্বামী নূর ইসলাম পেশায় কাভার্ড ভ্যানচালক। তিনি হাসপাতালে জানান, পরিবারের সঙ্গে মাতুয়াইলের মুসলিমনগর এলাকায় থাকতেন মরিয়ম। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের ভবানীপুর গ্রামে। বুধবার সকালে মরিয়ম তার মেয়ে জান্নাতকে নিয়ে শনির আখড়ার একটি মার্কেটে যাচ্ছিলেন। তখন দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জান্নাত আক্তার জানান, মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন তারা। হঠাৎ মেঘালয় পরিবহনের বাসটি তার মাকে ধাক্কা দেয়। তার চোখের সামনেই রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে থাকেন মরিয়ম। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতবিহবল হয়ে পড়েন জান্নাত। পরে তিনি ছুটে যান মায়ের কাছে। আশেপাশের লোকজনও এগিয়ে আসে। তাকে আশঙ্কাজনক অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই তার মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদশর্ক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবারও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মীর হোসেন (৪৫) নামে এক সবজি ব্যাবসায়ীর মৃত্যু হয়। ভোর সাড়ে ৪টার দিকে কুতুবখালী এলাকায় একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে একটি বাসের পেছনে ধাক্কা দেয় ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গিয়ে মীর হোসেনকে চাপা দেয়।