হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার বাংলাদেশ বিমানের রাসায়নিক পণ্যগারে ডিটারজেন্টের ড্রামের ভেতর থেকে আইফোনসহ দামী বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ৪৯৫ পিস স্মার্টফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ সমকালকে বলেন, বিমানবন্দরের এয়াফ্রেইট শাখায় বিমানের রাসায়নিক পণ্যগারে প্লাষ্টিক ড্রামের অভ্যন্তরে টেক্সটাইল ফিনিশিং এজেন্ট (ডিটারজেন্ট) নামীয় পণ্যের ড্রামের ভেতর লুকায়িত দামী আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৪৯৫ পিস স্মার্টফোন জব্দ করা হয়। এর আমদানিকারক রাজধানীর রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর এন এস এন্টারপ্রাইজ। যার সিঅ্যান্ডএফ এজেন্ট (পণ্য খালাসকারী) প্রতিষ্ঠান কর্তৃক ঘোষণা দেওয়া ছিল- এগুলো টেক্সটাইল ফিনিশিং এজেন্ট (ডিটারজেন্ট)।

শুল্ক গোয়েন্দার এ কর্মকর্তা আরও জানান, জব্দ স্মার্টফোনের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। যার শুল্ক ফাঁকি প্রায় দেড়কোটি টাকা। এ ব্যাপারে সংশ্নিষ্ট আমদানিকারকসহ সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের জড়িত মালিক ও কর্মীর বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া চক্রটির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।