- রাজধানী
- রাজধানীর খালের দায়িত্ব পাচ্ছে সিটি করপোরেশন
রাজধানীর খালের দায়িত্ব পাচ্ছে সিটি করপোরেশন

রাজধানীর রুপনগর খাল -ফাইল ছবি
রাজধানীর খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে এসব খালের দায়িত্বে রয়েছে ঢাকা ওয়াসা। এ হস্তান্তর প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে, সে লক্ষ্যে ১৪ সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইবরাহিমকে আহ্বায়ক ও মোহাম্মদ সাঈদ উর রহমানকে সদস্য সচিব করে গঠন করা এ কমিটিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে চারজন করে আটজন এবং ঢাকা ওয়াসার চার সদস্য রয়েছেন। ওয়াসা কীভাবে দায়িত্ব হস্তান্তর করবে, সে বিষয়ে প্রতিবেদন দেবে কমিটি। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার পর আইনানুগ প্রক্রিয়া ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ মন্ত্রণালয় ও দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারমন্ত্রী জানান, এক সময় খালের দায়িত্ব সিটি করপোরেশনের হাতেই ছিল এবং আইনেও তাই আছে। পরে কোনো এক সময়ে রাষ্ট্রপতির আদেশে সেটি ঢাকা ওয়াসার হাতে দেওয়া হয়। এখন দুই সিটি করপোরেশনের দুই মেয়র খালের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে খালগুলো হস্তান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রী বলেন, ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থাপনা, পরিস্কার-পরিচ্ছন্নতা, সংস্কারসহ সংশ্নিষ্ট বিষয় নিয়ে এতদিন ওয়াসা দায়িত্ব পালন করেছে। দায়িত্ব পাওয়ার পর দুই সিটি করপোরেশন তা করবে। পানি নিস্কাশনের জন্য জনবল, যন্ত্রপাতিসহ সবকিছুই সিটি করপোরেশনের কাছে রয়েছে, তাদের সক্ষমতা আছে।
রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর আধুনিক শহরে ইউটিলিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য পাইপলাইন স্থাপন করতে হয়। সময় সময় ক্যাপাসিটির জন্য পরিবর্তনও করতে হয়। এ সমস্যা সমাধানে মেয়রসহ বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এই দিনটি ঐতিহাসিক। আমরা দুই সিটির মেয়র চেয়েছিলাম ঢাকা শহরের খালগুলো আমাদের আওতায় নিতে। রাজধানীতে জলাবদ্ধতা নিয়ে যে দুর্ভোগ রয়েছে, জনগণকে এই জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।
দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসণে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। প্রায় ৩০ বছরের বেশি সময় ঢাকাবাসী দুর্ভোগে ছিল। ঐক্যবদ্ধভাবে দুই সিটি করপোরেশনের কাজের মাধ্যমে অচিরেই ঢাকাবাসীকে এর সুফল দেওয়া সম্ভব হবে।
মন্তব্য করুন