জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সামনে বিক্ষোভ করেছে মাদ্রাসার একদল শিক্ষার্থী। শুক্রবার জুমার নামাজের পর শতাধিক ব্যক্তি 'তৌহিদী জনতা' ব্যানারে বিক্ষোভ শুরু করে ভাস্কর্যবিরোধী স্লোগান দেয়। তবে রাস্তা দখল করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ থেকে ৬ জনকে আটকও করেছে।

বিক্ষোভকারীরা দাবি করেছে, মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন সম্প্রতি চরমোনাই পীর ফয়জুল করীম ও হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে এবং তাদের কুশপুত্তলিকা দাহ করেছে। ওই ঘটনার প্রতিবাদে বিভিন্ন মাদ্রাসা থেকে তারা বিক্ষোভ করতে বায়তুল মোকাররমে আসেন।

বিক্ষোভের সময় ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের একজন পরিদর্শক জহিরুল ইসলাম জানান, জুমার নামাজের পর হঠাৎ করেই ১০০ থেকে ১৫০ জনের মতো মুসল্লী 'তৌহিদী জনতা'র ব্যানারে মিছিল বের করেন। এতে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায়, অন্য মুসল্লীদেরও চলাচলে সমস্যার সৃষ্টি হয়। তখন মিছিল থামিয়ে তাদের দাবি সম্পর্কে জানতে চাইলে তারা সে বিষয়ে কোনও জবাব না দিয়ে পুলিশের ওপর আক্রমণ শুরু করে। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।