রাজধানীর ডেমরা ও হাজারীবাগে বাসের ধাক্কায় দু'জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মঙ্গলবার বিকেলে ডেমরায় বাসের ধাক্কায় মো. শাহিন (২৮) নামে এক ভ্যানচালক এবং হাজারীবাগে বিআরটিসি বাসের ধাক্কায় জুবায়ের (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

ডেমরার ঘটনায় বাসটি জব্দ ও চালক মো. শরিফকে আটক করেছে পুলিশ। হাজারীবাগের ঘটনায় বাস রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে।

ভ্যানচালক শাহিনের গ্রামের বাড়ি শেরপুরে। থাকতেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে শাহিন ডেমরার মীরপাড়া থেকে ভ্যান নিয়ে স্টাফ কোয়ার্টার এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজধানী পরিবহনের বাসটি সামনে থেকে ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে তিনি ছিটকে পড়ে যান রাস্তায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, বিকেল ৫টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় শেখ রাসেল স্কুলের সামনে মোটরসাইকেল আরোহী জুবায়েরকে ধাক্কা দেয় বিআরটিসির একটি দোতলা বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।