মেয়াদোত্তীর্ণ, নকল ও অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে রাজধানীর কলাবাগানের নিউ সুইস ফার্মা সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার চলা এ অভিযানের কথা  বুধবার গণমাধ্যমকে জানায় র‌্যাব। অভিযানে ফার্মেসি থেকে ২৫ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর পরিচালনায় এবং স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় কলাবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিউ সুইস ফার্মাতে গিয়ে দেখা যায়, বিভিন্ন রকমের ভেজাল, নকল, মানহীন, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করছে তারা। 

পাশাপাশি নিবন্ধনহীন গুদামে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করে ওষুধ সংরক্ষণ করা হচ্ছে। এসব অপরাধে ফার্মেসিটি সিলগালা ও বিপুল পরিমাণ নকল-ভেজাল ওষুধ জব্দ করা হয়। সেইসঙ্গে ফার্মেসির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। নকল-ভেজাল ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।