- রাজধানী
- হাতিরঝিলে অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার
হাতিরঝিলে অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

ছবি: ফাইল
রাজধানীর হাতিরঝিল এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ছোরা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলো সেলিম মিয়া, আলামিন হোসেন ওরফে সজীব, রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি, রবিন হোসেন, সান্টু মিয়া ও মাসুদ রানা ওরফে ফজলুল হক।
ডিবির তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন সুমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
তারা হাতিরঝিল, গুলশান, বাড্ডাসহ আশপাশের এলাকায় রাতে ঘোরাফেরা করে এবং পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালপত্র লুটে নিয়ে যায়। সুযোগ বুঝে বিভিন্ন বাসায় হানা দিয়েও মালপত্র লুট করত তারা। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন