বিডিসি-আইইউবিএটি প্রি ওয়ার্ল্ডস বিতর্ক প্রতিযোগিতা
পৃথক বিভাগে চ্যাম্পিয়ন মিরপুর ক্যান্ট. ও নটরডেম কলেজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১১:৩৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১১:৩৬
আনুষ্ঠানিকভাবে ২০তম বিডিসি-আইইউবিএটি প্রি ওয়ার্ল্ডস বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আইইউবিএটি নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এবারের বিডিসি-আইইউবিএটি প্রি ওয়ার্ল্ডস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ দল স্যার জন উইলসন স্কুল। নোভিস বিভাগে চ্যাম্পিয়ান দল নটরডেম কলেজ এবং রানার আপ দল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, এই প্রতিযোগিতা থেকে বিজয়ী দলের জন্য থাকছে সাইবেরিয়ায় ওয়ার্ল্ড বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। এবারের বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য ৬৬টি দল এই প্রি ওয়ার্ল্ডস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ বিতর্ক কাউন্সিলের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) এই বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভিন্ন ভিন্ন গ্রুপের বিতর্কের বাছাই পর্ব দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গত শনিবার গ্র্যান্ড ফিনালের মাধ্যমে প্রতিযোগিতার শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরিফা কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি-এর কোষাধাক্ষ্য অধ্যাপক সেলিনা নার্গিস এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইউবিএটির প্রক্টর সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রতিযোগিতার প্রথমদিন থেকেই সারাদেশ থেকে আসা প্রায় ৪৫০ জন শিক্ষার্থী এই আয়োজনে উপস্থিত ছিল। প্রি-ওয়ার্ল্ডস স্কুল ডিবেটিং চ্যাম্পিয়াশিপ (প্রি-ওয়ার্ল্ডস) বাংলাদেশ ডিবেটিং কাউন্সিল (বিডিসি) দ্বারা প্রতি বছর আয়োজিত একটি প্রধান বিতর্ক প্রতিযোগিতা। সারাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে।