কাঁদানে গ্যাস আর লাঠিচার্জে ছত্রভঙ্গ পোশাকশ্রমিকরা
মিরপুরে কাঁদানে গ্যাস ছুড়ে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ০৭:৩৮ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ১৩:৪৩
টানা চতুর্থ দিনের মতো চলা মিরপুরের পোশাকশ্রমিকদের আন্দোলনে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হলের সামনে অবস্থানরত শ্রমিকদের সড়ক ছাড়তে বলে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের ধাওয়ায় পিছু হটে শ্রমিকরা।
আবুল হালিম নামে এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ননা দিয়ে বলেন, হুট করেই পোশাকশ্রমিকরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ সামনে এগিয়ে কয়েকটি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তারপর শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ বিষয়ে মিরপুর জোনের পুলিশের সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মুহতারিন বলেন, শ্রমিকরা কাফরুল ও পল্লবী থানার ওসির ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। এরপর আমরা অ্যাকশনে যাই।
এদিকে মিরপুর-১ নম্বর চাইনিজ এলাকায় দুপুর ১২টার দিকে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।