ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

এক ঘণ্টার চেয়ারম্যান

এক ঘণ্টার চেয়ারম্যান

ফারহানা আফরীন সাথী

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৬:৩৩ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২২:৩৩

জয়পুরহাটে এক ঘণ্টার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা আফরীন সাথী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে প্রতীকী এ দায়িত্ব পালন করে সে। কন্যাশিশু দিবস উপলক্ষে ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জের আয়োজনে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
চেয়ারম্যান এস এম সোলাইমান আলীর কাছ থেকে জেলার সব শিশুর প্রতিনিধি হিসেবে ফারহানা এ দায়িত্ব পালন করে। তাকে শুভেচ্ছা জানিয়ে চেয়ারে বসতে দেন সোলায়মান আলী। পরে প্রতিষ্ঠানের বিবরণ দেন। প্রশাসনিক কাঠামো, চলমান নানা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কেও প্রতীকী চেয়ারম্যানকে জানান তিনি। পরিষদের বিভিন্ন দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে ফারহানা।

দায়িত্ব পালনকালে ফারহানা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের জন্য পরিষদের কার্যক্রমের প্রশংসা করে। উন্নয়ন কার্যক্রম শেষ হলে এ প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তার। কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা। তার ভাষ্য, প্রতীকী হলেও কিছু সময়ের জন্য দায়িত্ব পেয়ে তার কাছে স্বপ্নের মতো লাগছে।

ফারহানার কথায়, ভবিষ্যতে এমন চেয়ারে বসতে করণীয় সবকিছুই সে করবে। প্রধানমন্ত্রী একজন নারী হয়ে দেশ চালাতে পারলে তৃণমূলের কন্যাশিশুদের পিছিয়ে থাকার সুযোগ নেই। সবাই যদি জীবনযুদ্ধে এগিয়ে যেতে উৎসাহ, উদ্দীপনা ও সহযোগিতা পায়, তাহলে নারীরাও বড় পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী শিশুদের প্রতিনিধি ফারহানার মাধ্যমে সবাইকে মুক্তমনা হিসেবে বেড়ে উঠে ভবিষ্যতে সর্বোচ্চ পদগুলোতে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুরা উৎসাহিত হওয়ার পাশাপাশি নিজেদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ হবে। এর মাধ্যমে কন্যাশিশুদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দেওয়া ছিল মূল লক্ষ্য।

আরও পড়ুন