গুলিস্তানে চলন্ত বাসে আগুন

ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ২২:৫৯
রাজধানীর গুলিস্তানে মনজিল পরবহনের চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টায় গুলিস্তানের স্টেডিয়াম পাতাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার তালহা বিন জসিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১০টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে দুটি ইউনিট দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।