ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ১

সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত ১

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৩:৪০ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৯:৪০

রাজধানীর মগবাজারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও এক পথচারী।

সোমবার বিকেল সোয়া ৫টার দিকে ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর আর আহত পথচারীর ৫০ বলে জানিয়েছে পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মগবাজার ওয়ারলেস গেট এলাকার প্রধান সড়কে মনজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে।

তিনি আরও জানান, মনজিল পরিবহনের যাত্রীবাহী বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল। বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।

আরও পড়ুন