ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

দুটি শ্রমিক সংগঠনের মানববন্ধন থেকে মজুরি পুনর্বিবেচনার দাবি

দুটি শ্রমিক সংগঠনের মানববন্ধন থেকে মজুরি পুনর্বিবেচনার দাবি

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ১৪:৪৫

পোশাক খাতে ঘোষিত মজুরি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দুটি শ্রমিক সংগঠন। এছাড়া গত কয়েকদিনের অসন্তোষে চার শ্রমিক নিহতের ঘটনায় সুস্থ তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আইএলওর কনভেনশন অনুসারে ক্ষতিপূরণসহ ৮ দফা দাবি জানানো হয়। 

আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যৌথভাবে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমিরুল হক আমিন, রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, কোভিদ হোসেন, লোকমান আলী, সুইটি সুলতানা, সীমা আক্তার প্রমুখ।  

শ্রমিকনেতাদের অন্য দাবির মধ্যে রয়েছে- শ্রম অসন্তোষকালে বন্ধ থাকা কারখানার শ্রমিকদের পূর্ণ মজুরি প্রদান, গণহারে শ্রমিক নেতাদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করা, আহত শ্রমিকদের চিকিৎসা এবং তাদেরকে লস ইয়ার আর্নিং হিসাবে ক্ষতিপূরণ দেওয়া। আগামী সাতদিনের মধ্যে এসব দাবি মেনে নেয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন শ্রমিক নেতারা। 

আরও পড়ুন