ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

রাজধানীতে ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ২২:২৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ | ২২:৪৬

রাজধানীর পৃৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়েছে। রাজধানীর ওয়ারী থানার সামনে, রাজধানী মার্কেটের পাশে ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে রোববার রাতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।

এর মধ্যে রোববার রাত সাড়ে ৯টার দিকে হানিফ ফ্লাইওভার থেকে ওয়ারী থানার সামনে তিনটি ককটেল ছোড়া হলে তা বিস্ফোরিত হয়। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হয়নি বলে জানা গেছে।

ওয়ারী থানার ডিউটি অফিসার সাদ্দাম হোসেন আরিফ সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টার দিকে কে বা কারা ফ্লাইওভারের ওপর থেকে তিনটি ককটেল ছুড়ে ফেলে। এর মধ্যে দুটি বিস্ফোরণ ঘটলেও একটি অবিস্ফোরিত ছিল। পরে ডিএমপির বোম ডিজপোজাল ইউনিট এসে সেটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুন