রাজধানীতে ২ বাসে আগুন
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ২২:৩৪
রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে রাত ৯টা ৫৭ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই বাসে আগুন দেওয়ার ঘটনায় চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।