ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ২২:৪৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ | ২২:৫১

‘ওয়ার্ল্ড ডে অব রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস্’ দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর।

রোববার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে আশা টাওয়ারের সামনে প্রধান সড়কে মোমবাতি প্রজ্বালন করে। পরে পদযাত্রার মাধ্যমে শ্যামলী পার্ক মাঠে গিয়ে এ কার্যক্রমের সমাপ্ত ঘোষণা করা হয়।

মোমবাতি প্রজ্বালন ও পদযাত্রা কর্মসূচিতে আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা, রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ এর দাবি জানান।

সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি অনুপস্থিত। আইন জাতিসংঘ ঘোষিত সেইফ সিস্টেম এপ্রোচ এর আলোকে প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের রোডক্র্যাশ ও আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি কার্যকর ‘সড়ক নিরাপত্তা আইন’ এর দাবি জানায় ঢাকা আহছানিয়া মিশন।

আরও পড়ুন