ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

প্রলয় গ্যাংয়ের সদস্য ঢাবি ছাত্র তবারক গ্রেপ্তার

প্রলয় গ্যাংয়ের সদস্য ঢাবি ছাত্র তবারক গ্রেপ্তার

তবারক মিয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ২২:৫৭

মারধর ও ছিনতাইয়ের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ও প্রলয় গ্যাংয়ের সদস্য তবারক মিয়াকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবারক ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র।

সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক ছিনতাই, মারধর ও মাদক সেবনে জড়িত বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র নিয়ে গঠিত হয়েছে প্রলয় গ্যাং। গত মার্চে ঢাবি ক্যাম্পাসে প্রকাশ্যে এক ছাত্রকে মারধর করে আলোচনায় আসে তারা। তবে তাদের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

গত ৮ নভেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর আরসালানকে সোহরাওয়ার্দী উদ্যানে দুই ঘণ্টা আটকে রাখে প্রলয় গ্যাংয়ের কয়েকজন সদস্য। তার গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়াসহ নানাভাবে নির্যাতন করা হয়। এ সময় চিকিৎসক দম্পতির ছেলে আরসালানের ফোন ভেঙে ফেলা হয়, তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পরদিন শাহবাগ থানায় মামলা করেন আরসালানের মা। এ মামলায় গতকাল তবারক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহবাগ থাকার ওসি নুর মোহাম্মদ বলেন, তবারক বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত। সোমবার (আজ) তাকে আদালতে হাজির করা হবে।

মামলায় অন্য আসামিরা হলেন– জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র মুরসালিন ফাইয়াজ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাকিব, স্যার এ এফ রহমান হলের জোবায়ের ইবনে হুমায়ুন ও জোবায়ের। এ ছাড়া আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির আসন্ন সভায় প্রলয় গ্যাংয়ের সদস্যদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হবে। 

আরও পড়ুন