ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

কালশীতে বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪

কালশীতে বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪

সোমবার দুপুরে মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১০:২৮

রাজধানীর কালশী এলাকায় বসুমতি পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে র‍্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি গত ১৮ নভেম্বর মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত। তাদেরকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। 
 

আরও পড়ুন